কিছু বাস্তব কথা - ontechbd.com

Latest

Alive for Technology

Tuesday, July 2, 2019

কিছু বাস্তব কথা

● যে দুধ বিক্রি করে সে মানুষের
দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে
মানুষ তার দুয়ারে ঘোরে।


.............................................
● দুধওয়ালা দুধে জল মিশালে গালি
খায়, আর মদওয়ালা নিজে মদে জল
মিশিয়ে খায়।


.............................................
● মানুষকে বাঘ, সিংহের সাথে তুলনা
করলে খুশী হয়। তবে জন্তু বললে রাগ হয়।
বাঘ, সিংহ তবে কি?


.............................................
● ভোরে ওঠা খুবই ভালো সেটা মানুষ
করতেই চায় না। রাতজাগা খুবই খারাপ।
সেটাই মানুষ করে।


.............................................
● অবৈধ পথের ধনী মানুষ সমাজে
সম্মানীত। বৈধ পথের গরীব মানুষ
সমাজে অসম্মানিত।
জীবনের ১০ টি চরম সত্য...........



১.মায়ের মতো আপন কেও হয় না।


২.গরীবের কোন ভালো বন্ধু হয়
না।


৩.মানুষ সুন্দর মনকে খোঁজে না সুন্দর
চেহারা খোঁজে।


৪.সম্মান শুধু টাকার আছে মানুষের নেই।


৫.মানুষ যাকেই বেশি ভালবাসে সে বেশি কষ্ট দেয়


৬.মানুষ যখন হাসে মন থেকে খুব
কম মানুষই হাসে কিন্তু যখন
কাদে মন থেকেই কাঁদে।


৭.বিপদেই বন্ধুর পরিচয় মিলে।


৮.টাকার লেনদেনে গেলেই
মানুষের প্রকৃত চেহারা ফুটে ওঠে।


৯.মানুষ যখন একাকিত্ববোধ
করে তখন আপনজনের
পাশে থাকাটা খুব প্রয়োজনবোধ
করে।


১০.লোভ , হিংসা , অহংকার এই


৩টি জিনিস মানুষের পতন ঘটায়
👉 স্বল্প পরিচয়ে কাউকে সম্পুর্ন বিশ্বাস করবেন না। তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে।
👉 নতুন কে বেশি প্রশংসা করবেন না। তাতে হিতে-বিপরীত হতে পারে।
👉 আপন জনকে কখনো পর করে দিবেন না। কারন আপনার বিপদে আপনার আপনজনই এগিয়ে আসবে।
👉 আপনি সুস্থ সবল বলে ভাববেন না যে, সব সময় বিপদ মুক্ত থাকবেন। মাথায় রাখবেন যখন তখন আপনি ও বিপদগ্রস্ত হতে পারেন।
👉 অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না। বরং তাকে সাহায্য করার চেষ্টা করবেন।
👉 অপর কে আপন করতে চাইলে আগে নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন। কারন যে নিজের পরিবারকে ভালোবাসতে জানে না, সে কখনই অপরকে আপন করতে সক্ষম হয় না।
👉 জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো নেওয়ার আগে একাধিক বার ভেবে নিবেন। হুট করে নিবেন না। তাহলে তার মাশুল সারাজীবন ধরে দিতে হবে।
👉 যতদূর সম্ভব ক্রোধ কে পরিহার করুন। ক্রোধের কারনেই কিন্তু আমরা মূল্যবান কিছু হারিয়ে ফেলি।
👉সাপ যখন জীবিত থাকে তখন সে পিঁপড়া খায়। আবার সাপ যখন মরে যায় তখন পিঁপড়া সাপকে খায়। একটি গাছ দিয়ে যেমন কয়েক লাখ ম্যাচের কাঠি তৈরি করা যায়, তেমনি একটি ম্যাচের কাঠি দিয়েও কয়েক লাখ গাছ পুড়িয়ে দেয়া যায়। সব সময় সবার সুদিন থাকে না, সময় একদিন বদলায়
👉ধৈর্য ধরো। মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়।

👉 দুঃখ কষ্টের একটি দিনকে হাজার দিন মনে হয়, আর সুখের হাজার দিনকে একটি দিন মনে হয়।
—মাহাত্মা গান্ধী
👉  সৌভাগ্য প্রত্যেকের সাথে দেখা করার জন্য প্রতিক্ষা করে, কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সঙ্গেই দেখা করে। —সিনেকা
আগে শুনতাম বাস্তবতা বড়ই কঠিন এখন দেখছি শুধু কঠিনই নয় নিষ্ঠুরও
"এ জীবন মায়ায় কেউ আসলে কারো নয়" বেশির ভাগই অভিনয়

👉পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম
ভালো লাগাকে বিসর্জন দিতে হয়।

👉অতীত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই, বর্তমানই সব। কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে, কিছু করার থাকলে এক্ষুনি করতে হবে। অতীত হচ্ছে চোরাবালি আর ভবিষ্যৎ একটা মরিচীকা!
—টল স্টয়ার
👉সফলতা কখনো এক দিনে পাওয়া যায় না। তাই চেষ্টা করতে থাকুন একদিন সফল হবেন
👉মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক!
—হুমায়ূন আহমেদ
👉জ্ঞানী লোক কখনোও সুখের সন্ধানকরেন না, তারা কামনা করেন দুঃখ -কষ্ট থেকে অব্যাহতি।
—এরিস্টটল


👉
➡ সুখি হতে চান?-ক্ষমা করতে শিখুন।
➡ ধনী হতে চান? - পরিশ্রমী হোন।
➡ ক্ষমা পেতে চান?- বিনয়ী হোন।
➡ ব্যক্তিত্ববান হতে চান?- ঠাট্টা ছাড়ুন।
➡ জ্ঞানী হতে চান ?- কম কথা বলুন।
➡প্রিয়পাত্র হতে চান?- হাসতে শিখুন।
➡ সম্পদশালী হতে চান?-বেশীবেশী দানকরুন।
➡ মহৎ হতে চান?-নিজের ভুল খুজুঁন।
➡ সফলতা চান?- ধৈর্য্যধারন করুন।
➡ হীনমন্যতা এড়াতে চান?-প্রত্যাশা বর্জন করুন।
➡ পাপ থেকে বাঁচতে চান? -লোভ ত্যাগ করুন।
➡ স্রষ্টার কৃপা চান?-সুসময়ে শোকরিয়া করুন।
➡ অন্তরে শান্তি চান?-আপনজনদের সাথে ভাল ব্যহার করুন।


👉এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে
👉কিছু কিছু সময় আসে একা পথ চলতে ও ভাল লাগে। কারণ পরিস্থিতি বাধ্য করে
👉জলন্ত চুলায় তোমার হাত দশ সেকেন্ড ধরে রাখ মনে হবে যেন এক বছর
👉এক সুন্দরী তরুনীর সঙ্গে এক ঘন্টা বসে থাক, মনে হবে এক মিনিটও হয়নি। এটাই ''ল অফ রিলেটিভিটি।''
👉গভীর ঘুমের স্বপ্নগুলি অন্যরকম হয়। স্বপ্ন আর স্বপ্ন থাকে না। বাস্তবের কাছাকাছি চলে যায়। হালকা ঘুমের স্বপ্নগুলি হয় হাল্কা,অস্পষ্ট কিছু লজিকবিহীন এলোমেলো ছবি। গাঢ় ঘুমের স্বপ্ন- স্পষ্ট ,যুক্তিনির্ভর


● পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল।

● রুটি হয়ে গেল পিজ্জা, শক্তি কমে গেল।

● ফুল হয়ে গেল প্লাস্টিকের, সুগন্ধ চলে গেল।

● মুখে লাগলো মেকআপ, সৌন্দর্য হারিয়ে গেল।

● শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল।

● খাবার আসছে হোটেল থেকে, স্বাস্থ্য চলে গেল।

● ঘরে আসলো টিভি, ঘর থেকে কোর'আন নেমে গেল।

● সিরিয়াল দেখছি টিভি তে, সংস্কার চলে গেল।

● মানুষ হল টাকার গোলাম, মনুষত্ব্য চলে গেল।

● ব্যবসা হয়ে গেল হাইফাই, সমৃদ্ধি চলে গেল।

● তালা হয়ে গেল পাসওয়ার্ড, সুরক্ষা কমে গেল।

● পরিবার হয়ে গেল সোস্যাল মিডিয়া, আত্মীয় পর হয়ে গেল।

✘মিছা কইছি নি ?

 

By Shohag Ahmed

No comments:

Post a Comment